ছায়াপথ ধরে হেঁটে চলেছি আমি,
প্রতিনিয়ত হাতছানি দেয়
মেঠো পথের সোঁদা গন্ধ,
লাল মাটির টানে ছুটে
যেতে চায়, মন বার়ংবার।
ফিরে যেতে চায় সেই চেনা সুরে,
রবি ঠাকুরের টানে।
ভালোবাসতে চায় বারবার,
ওইস্থানেই খুঁজে পাওয়া
আমার প্রাণের আরাম।
সেই ছাতিম তলা, কবিগুরুর পাঠশালা
বারবার ডাকে আমায়।
আমিও ফিরতে চাই বাউল গানের
সুরে, সোনাঝুরির হাটে,
লুকোচুরি খেলতে চায় মন
পলাশবনীর জঙ্গলে,
আমার স্বপ্নপরীর সাথে।
আমার ভালোবাসার নিকেতন
বারেবারে ডাকে আমায়,
ওইখানেতেই মনের শান্তি,
ভালোবাসার শান্তিনিকেতন।


**************