তোমাকে আজও অনেক কিছুই বলা হয়নি,
বৈশাখের সন্ধ্যায় যেদিন প্রথম দেখি তোমায়,
বৈশাখী ঝড়ের ন্যায় আমার
মনকে আন্দোলিত করেছিলে,
ক্ষণিকের জন্য হারিয়ে গিয়েছিলাম সেদিন,
তোমার ওই চোখের কালোর মাঝে।


তোমাকে বলা হয়নি,
শ্রাবণের বৃষ্টিতে প্রথম যেদিন দেখলাম ভেজা চুলে,
কী অপূর্ব লাগছিলো তোমায়!
ঘাম ও বৃষ্টির মিশ্রিত জলের বিন্দু তোমার
সারা শরীরে আলোর বিচ্ছুরণ ঘটিয়েছিলো,
মনে হয়েছিল ঠিক আমার স্বপ্নের রানী,
যাকে আমি বারবার বাস্তবে পেতে চেয়েছি।


তোমাকে বলা হয়নি,
আশ্বিনের  রাতে যেদিন অপরূপা হয়ে
আমার স্বপ্নে এসেছিলে,
সেদিন বারবার ছুঁতে চেয়েছি তোমায়,
স্পর্শ করতে চেয়েছি তোমার হৃদয়,
ভালোবাসায় বাঁধতে চেয়েছি তোমায়।


তোমাকে বলা হয়নি,
হেমন্তের বিকেলে মনের মিলন ঘটেছে নীরবে,
তোমার কোমল হাতটি ধরে হেঁটেছি নির্জনে,
নদীর পাড়ে বসে রেখেছি মাথা তোমার কাঁধে,
কখনো রেখেছি তোমায় বুকের মাঝে,
আমার ক্লান্ত দিনের সঙ্গী করে।


তোমাকে বলা হয়নি,
বসন্তের সন্ধ্যায় মনে মনে রাঙিয়ে দিয়েছিলাম
তোমায় প্রেমের রক্তিম রঙে,
হৃদয় জুড়ে ভালোবাসার বীজ বুনেছি নীরবে।
তোমাকে আজও অনেক কিছুই বলা হয়নি।
*****************************