এক মুঠো চাল ফুটছে
তাই গরম ভাতের হাঁড়ি,
আধপেটা খেয়ে কাটে দিন
পরনে জীর্ণ শাড়ি।
গরীব বলে দয়া করে কেউ
দূরে সরায় নিকটজনে,
নেতাদের কাছে বড়ো আপন
ভোটের সময় এলে।
গরীব শুধুই ভাতায় বাঁচে
স্থায়িত্ব কিছুই নেই,
অবাক হয়ে ভাষণ শোনে
ভোট দেয় আবেগেই।
চাইবে নেতা গরীব বাড়ুক
তবেই বাড়বে ভোট,
দান করে সে জিতবে মন
নেতারা পাকায় ঘোঁট।
এভাবে গরীব বাঁচবে দয়ায়
মুখটি বন্ধ করে,
ভোটের সময় হচ্ছে পুজো
গরীবকে মূর্তি করে।
এমনভাবেই দিন কাটাবে
গরীব খিদের জ্বালায়,
জনগন দেবতা এখন
ভোট বড়ো বালাই।
*************