ভুলটা যদি ভুলই হয়
খেদ রেখনা মনে,
শুধরে নেওয়ার চেষ্টা করো
যেওনা কখনো থেমে।


একই কথার ভিন্ন মানে
ভিন্নভাবে বলা,
ভিন্ন সুরে মনের ভাব
ভিন্নভাবে বোঝা।


মনের ভুল সরিয়ে ফেলে
কথা বল মনের সাথে,
তবেই মন শান্ত হবে
মনের ভুল শুধরে যাবে।


ভুলটা শুধু নামেই থাকুক
ঠিকটা হোক তোমার কাজে,
বন্ধুত্ব হোক মনের সাথে
ভুল তো সবার হতেই পারে।


******************