সব ঠিকই ছিলো.....
তোমাকে হারাতে দিতে ইচ্ছে হচ্ছিলো
এই দিকে তোমাকে ভুলার চেষ্টা চলছিল
কোনো এক ছুতোয় বারবার ফিরে পেতে ইচ্ছে হচ্ছিলো
আবার তোমাকে ভুলার চেষ্টা চলছিল ।


পৌনঃপুনিক রোমন্থনে
তোমার চোখ, স্থূল নাকের ডগা,  হেলে পড়া দাঁত,আর মাঝে মাঝে বাতাস বয়ে আনছিল তোমার খিলখিল হাসি।
সম্পূর্ণ তুমি বার বারের চেষ্টায় অসম্পূর্ণ হতে গিয়ে বারবার পরিপূর্ণ রূপে ফিরছিলে।


আবার তোমাকে ভুলার চেষ্টা হলো
এইবার তুমি না, তোমাকে ভুলার চেষ্টায় ফিরে আসছিল বারংবার।


সমাপ্তিতে তোমাকে ভুলার চেষ্টা ভুলার চেষ্টা হলো
পূবে দুটি চোখ ছলছল করছিল
পশ্চিমে শান্তির পতাকা স্বরূপ একটি ধবধবে সাদা শাড়ির আঁচল উড়ছিল।
বিদায়ের বেলায় ওই সাদা পতাকা বারবার জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছিলো।  


উৎসর্গঃ মাহি