এই যৌক্তিক শহরে, হৃদয়ের কী প্রয়োজন?
হৃদয় তো অযৌক্তিক, ছুটে চলে দিক বে দিক।
অন্যের খাদ্য কেড়ে নিয়ে নিজের উদর পূর্তি যেখানে যৌক্তিক,
অন্যের মুখে খাবার তুলে দিতে চাওয়া হৃদয় সেইখানে অযৌক্তিক।
তোমাকে ভুলে যাওয়া যেখানে যৌক্তিক,
তোমাকে পেতে চাওয়া হৃদয় সেইখানে অযৌক্তিক।  
অন্যকে অক্ষম করা যেখানে যৌক্তিক,
সবাইকে ক্ষমতাবান করতে চাওয়া হৃদয় সেইখানে অযৌক্তিক।


যে কোন মূল্য টাকা উপার্জন যেখানে যৌক্তিক,
সৎ থাকতে চাওয়া হৃদয় সেইখানে অযৌক্তিক।


শ্লীলতাহানি আর ধর্ষণ যেখানে যৌক্তিক,
প্রেমিক হতে চাওয়া সেইখানে অযৌক্তিক।  
রক্ত ঝরানো যেখানে যৌক্তিক,
প্রেমিকার রক্ত লালা ঠোঁটে চুম্বন সেইখানে অযৌক্তিক।
প্রেমিক রূপী ধর্ষক আর মানব পাচার কারী যেখানে যৌক্তিক,
প্রেমে পড়া সেইখানে অযৌক্তিক।  
মাতা আর কন্যাকে ধর্ষিতা বলে সমাজচ্যুত করতে চাওয়া যেখানে যৌক্তিক,
দেশকে মা বলা সেইখানে অযৌক্তিক।  


এর সবই যখন যৌক্তিক,
হৃদয় থাকা অযৌক্তিক।


উৎসর্গঃ এই কবিতা এমন মানুষকে উৎসর্গ করছি যার হৃদয় স্থান দিয়েছে আমাদের সবাইকে। এমন বিরল হৃদয় বান দের জন্যই প্রতিটি জন্ম নেওয়া শিশু সুন্দর  পৃথিবীর স্বপ্ন দেখতে পারে। হৃদয় হীনদের শহরে এক খণ্ড আশা সূর্য হয়ে জ্বলে। সুজাতা বড়ুয়া আমাদের আরো কিছু সময় আলোকিত করে যান।