আমাদের চোখে একে অন্যকে বুঝার তৃষ্ণা ছিলো।
তৃষ্ণা নিবারণ হতেই, এক ইঙ্চি থেকে ১ কিলোমিটারের দূরত্ব হলো।
একদা যেই পথ একে বেঁকে মিলিত হতো,
আজ একে অন্যকে পাশ কাটিয়ে চলে গেলো।
যে চোখ অন্য চোখের খোঁজে ছিলো,
ওই চোখ আজ অন্য চোখে চোখ রাখতেই সরিয়ে নিল।
যে হাত অন্যের হাতের আশায় ছিলো,
ওই হাত আলতো ছোঁয়ায় গুটিয়ে নিল।


যে আয়না আগে নিজেকে বিবস্ত্র দেখা তো,
আজ সে অন্যকে বিবস্ত্র দেখাতে শুরু করলো।
পরদিন প্রতিবিম্বের কথা মনে হতেই আয়না চোখ বুজে নিলো।


উৎসর্গঃ মালিহা, হৃদয়ের বিশালতায় যে সমুদ্রকেও হারিয়ে দেয়। যে বিশ্বাস করতে চায় পৃথিবীর সবাইকে। সমুদ্রের ন্যায়। যে বোকা হয়ে থেকে অন্তর্দৃষ্টি ফেলে পুরো পৃথিবীতে।