আজ দুপুরের পংক্তিমালা --
মিথ্যা নয়


বসন্তে পাতা ঝরে, বসন্তেই আবার নতুন করে পল্লবিত হয় বৃক্ষ --
ভালোবাসা চলে গেলে ভালোবাসা আসে, রাজা থাকলে যেমন রানী আসে --
আসলে কথাটা কেমন হলো!
কথাটা হবে -- সব ভালোবাসাই মিথ্যা
হয় না।


এক কমলিত ঊষা প্রহরে কেউ একজন বিগলিত প্রেমকণ্ঠে বলেছিল --
'জীবন জীবনকাল আমি তোমার হয়ে থাকব।'
এরপর রুপালি জলের ঢেউ তুলে কত ভালোবাসা সে ঢেলে দিল।


তারপর সে একদিন  চলে গেল সব স্রোতধারা থামিয়ে দিয়ে। কিন্তু তার রেখে যাওয়া ভালোবাসা কী সে নিয়ে যেতে পেরেছে?


আসলেই পারে নাই --
ভালোবাসার চুম্বন, আলিঙ্গন, নিমগ্ন প্রেমময় মুহূর্তগুলি কেউ কখনও ফিরিয়ে নিয়ে যেতে পারে না, এই ভালোবাসাগুলি কখনও মিথ্যা হয় না।