অভিমানী মা ঘর ছেড়ে যায়
কিন্তু ভ্রুক্ষেপই কারো নেই...
আমিও বিস্তর মগ্ন প্রাকৃত প্রার্থনায়
বিড়বিড় করে আওড়াই
সেটা মন্ত্র না আক্ষেপ-অভিশাপ,
পারলো না কেউ বুঝতেই!


জীবন খুশীর চারদিন
চলে যায় এক লহমায় অনায়াসে...
এরপর জীবনে ঘন বিষাদের বিসর্জন
আকুল আর্তি, কাকুতি-মিনতি সাথে;
আমি সব দেখেও বুঁজি নয়ন,
যাক প্রতিশোধ নিচ্ছে তবে অপমান!


শুধরে নিয়ে আমার যাবতীয় প্রমাদ
ফিরে দেখি খালি ঘর...
শুদ্ধ বস্ত্র, মন, আচার-বিচারের আঘাত
অভিমানী চাপা পরে চূড়ান্ত পর!
আজ পথ কী নেই খোলা ফিরে আসার?
ফিরে আয়, ফিরে আয়, আর একবার
নিজ হাতে গড়ে দিব সব আবদার।