বিভীষণ যেন আজ ফেলছে দীর্ঘশ্বাস,
একদম কাঁধের কাছে।
আমি উদার হৃদয়ে সাদরে দিই আশ্বাস-
"ভাই, ভয়টা কীসের?"


তপ্ত বিষের বায়ু আসুক না আমার প্রাণে;
সব শুষে নিব।
হঠাৎ হত্যা হলই বা অঙ্গের প্রতিক্ষণে,
হেয়ালি বুঝিয়ে দিব।


সে আঘাত হানছে হেসে শান্তিপ্রিয় আমি নিশ্চুপ;
তবুও আঁতলামিতে চলি।
টিউমার আজ ক্যান্সার রূপে শরীরে ছড়ায় খুব,
তর্ক নেষায় ভুলি!