পাশের বাগানগুলির সমস্ত রঙ্গীন ফুল;
হারিয়েই যাচ্ছে আস্তে আস্তে!
অজস্র অযত্ন-হেলা-অত্যাচারের মাসুল,
তাই বিলুপ্ত হওয়ার আজ শেষ প্রান্তে।


দায়িত্ববান মালিও যত্ন নেয়না একবার
ভাবে- "এখনো তো বেশ আছে বেঁচে!
ওটাই যথেষ্ট, আর কি চাই হতভাগার?
জীবন্ত জীবাশ্ম-প্রায়, ঠিক টিকে যাবে।"


প্রশ্রয়ী অযৌন জননের দ্রুত বংশবিস্তার;
আগাছারা ভরে চলে সাধের সে বাগান।
অনিয়ন্ত্রিত জংলি ফুলের বিশাক্ত নিশ্বাস,
স্নিগ্ধতার সুঘ্রাণ লুটেই কেড়ে নেয় প্রাণ।