সমস্তটা বোঝার ঠ্যাকা
আমাকেই নিতে হয়,
সব সময়!
সেটা ভালো হোক,
কিংবা মন্দ হোক, তবুও আমায়
জোর করে জোড় বাঁধতে হয়।


ব্যাপারটা সহ্যের মাত্রা
ছাড়ালেও কেঁদে হাসা,
প্রতি ঘটনায়।
সেটা ভুলে যেতে হয়,
ঘুম থেকে উঠেই;
নয়তো- প্রশ্ন আমার মিত্রতায়!


শরীরের কালো শিরায়
মিশে ঐ কোটি ক্ষত,
ছিড়ে কুঁরে খায়।
জীবনের বোঝাটা, যেন বোঁঝা হয়!
বেয়েই চলে-
প্রতিটি বংশপরম্পরায়...