আমায় অপছন্দ করতেই পারো,
আমায় দুরছাই বলতেই পারো,
তাতে কিছুই করার নেই।
জেনো সত্যিটা আসছে ধেয়ে,
তোমারদের ন্যাঁকামির বাঁধ ভেঙ্গে।
বলো-ঠেকাতে পারছো না কেন?


আজ আঁতলামির গালে থাপ্পড় কষে
ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে।
তখন তুমি মৌন-জড়-সংবেদনহীন!
তবুও কেন চাটুকারিতার জিহ্বা
পদলেহন করে গাও জয়গান?
আমি তো সেই এরকমই ছিলাম
আছি থাকবই সারাটা জীবন।