মাটির জল নীচে চলে যাচ্ছে।
একদম আস্তে আস্তে...
সবার অলক্ষ্যে।


চাষের মাটি শুকিয়ে ফেটে যায়।
কান্না করে অসহায়...
এতটুকু কৃপা বৃষ্টির আশায়।


ধুলো বালির ঝড় ক্ষত-বিক্ষত করে।
অনবরত আত্মবিশ্বাসের ঘাড়ে...
সুবিশাল মরুভূমি গড়ে।


বিলুপ্ত হলো আম, জাম, সোনালি ধান।
জীবাশ্মঘটিত ঐতিহ্য মান...
ক্যাকটাস পুঁতে গাই গান।


তবুও আনন্দ উৎসবে মত্ততা ভণ্ডামির।
লোক দেখানো মহান বীর...
সুবিধাভোগী নীতির।


হঠাৎ ঘরের বাইরে পা ফেলে হতবাক।
সোনার ক্ষেত ধূলিস্যাৎ...
রুক্ষ বালি করেছে আত্মসাৎ।