ষড়যন্ত্রের জালে প্রাণ ওষ্ঠাগত,
দুমড়ে মুচড়ে শুকনো স্বপ্ন
বয়সের ভারে বেজায় মাথানত;
এখানে বাস্তবতা বেশ জঘন্য।


আশা ভরসার স্থান প্রায় পরিপূর্ণ
বিশ্বাসঘাতকতার অমোঘ ছোবলে,
যত্নের ভালোবাসা আজ বড়ই ক্ষুন্ন,
স্পর্ধারা কত আসে হেলেদুলে!


দিন যায় রাত আসে,
স্তাবকের চাবুকেই বাঁচতে চাই;
ব্যস্তহীন ফ্রী-জীবন ধুঁকেধুঁকে কাশে,
পেট ভর্তি ধোঁয়া খাই।


কালো মেঘের চাদরে ঢাকা দিয়ে
চাঁদনী রাতে খুঁজি জীবন;
ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে
গাঢ় উন্মাদনায় খুশি প্রতিক্ষণ।