ঘরবাড়ি বাগান ছিল।
পুকুর ভর্তি মাছ ছিল।
ক্ষেত সাজানো ধান ছিল।
বাগানে কত গাছ ছিল।


মুখ ভরা পান ছিল।
হাতি ঘোড়া পাল্কী ছিল।
বুক ভরা প্রাণ ছিল।
সুখ শান্তি অনেক ছিল!


হঠাৎ কে কারা এলো?
একে একে সবই গেলো।
দানবীর আমি মুক্ত মনে,
মাংস ছিটাই নেকড়ে বনে।


সোনার জীবন কামড়ে খেলো,
চেটে খেলাম পায়ের ধুলো।
তবু অহংকারে বুক ফুলিয়ে,
তৃপ্তি পাই বীরগাঁথা শুনিয়ে।