প্রকাশ্যে জোট বাঁধে শয়তানরা হেসে।
একলা দেবদূত- তাঁর রাজ্য দখলে,
ছলে-বলে-কৌশলে বিষের নিশ্বাসে
পঙ্গু করে বিশ্বাস ছোবলে ছোবলে।
তখন আমি ধ্যানমগ্ন মোক্ষের আশায়,
চোখ-কান-মুখ বন্ধ দ্বিধার নেষায়
গরল পান করি শান্তিজল ভেবে!



ন্যায়-অন্যায় যুদ্ধ বাধে শয়তানরা হাসে।
মিত্রহীন দেবদূত লড়ে বীরত্ত্বের সাথে,
মান-যশ-কীর্তি রক্ষায় শেষ নিশ্বাসে
প্রাণাহুতি দিলো সে আমারই পথে।
তখন আমি ধ্যানভঙ্গ ঐ হিংস্র উল্লাসে,
তপ-জ্ঞান-রত্ন শপে প্রাণ ভীক্ষার্থে
কুমন্ত্র দান করি সব জেনে বুঝে!