পচা ইতিহাসের অদম্য গুপ্তকথা
দেহমনের অলিতে-গলিতে ছিটিয়ে,
পড়ে থাকে ধামাচাপা।
আদিম রিপুতে ধিকিধিকি জ্বলে,
নষ্ট শহরের অতৃপ্ত কামনা।
শান্ত বাইরে, ভেতরে কিসের ব্যথা!


না-রে ভাই না-রে;
পুঁটি মাথা ঘামানো দিয়েছি ছেড়ে।
হেহে-হেহে-হেহে-
রং, তুলি আর শিরিষ কাগজে
ঘসে ঘসে সাফ- মোলায়েম সুরে
হাতড়ে বেড়াই কামনা।


হঠাৎ, পড়শি বাড়িতে গোঙ্গানি উঠে
আমি নিশ্চুপ...
হেরে যাওয়া ইতিহাসের পুনরাবৃত্তিতে,
মজা পাই বেশ কল্পনা সুখে।
ফস শব্দের  আগুন লাগাই- সিগারেটে;
মজা নিই ধোঁয়া মুখে!