হারিয়ে যাওয়া!
সে এক বিশেষ শিল্প, সবার থাকে না।
কত শত অবহেলা,
অত্যাচারের কথা, নাই বা হোলো বলা।


পুরে ছাই!
আলমারি ভরা কালো সত্য লেখা।
নূন্যতম প্রতিরোধ নেই,
এখন কীটের মত বাঁচা একা একা।


ইতিহাস লেখা।
সেটা তো মন মর্জির খেলা, আদেশে।
আমাদের নাম-
কোথাও নেই, শুধু মাটির কণায় মিশে।


আত্মহত্যার স্বভাব।
বহু বহু প্রচেষ্টায় জিনে আয়ত্ত্ব করেছি।
তাই বিলুপ্ত হবোই,
সংকল্প করে হাসি মুখে প্রাণ ত্যাগছি।