দেখতে পাচ্ছি অপরাধ,
মহানিকৃষ্ট পৈশাচিক উন্মাদ উল্লাস!
হাহাকার দশদিকে- সীমাহীন যন্ত্রণা ফাঁদ,
তেড়েফুঁড়ে রে-রে করে,
হইহই খি-খি হাসে...
শয়তানী সর্বনাশ!


শুনতে পাচ্ছি আর্তনাদ,
ভীতসন্ত্রস্ত প্রাণের নিদারুণ আবেদন!
বিনাদোষে চরম শাস্তি- সমস্ত বরবাদ,
বিদ্বেষের বিষ ফোঁস,
নেই কোন আফসোস...
হায়েনারা বড়ই অবুঝ।


মহারাজা, তুমি তো মহান!
অসম্ভব নির্লিপ্ত, নিস্পৃহ, ভাবলেশহীন!
সর্বজ্ঞানী, তবুও নিন্দুকেরা করে বদনাম,
পরমযত্নে আহার করে,
লম্বা টানা ঢেকুরে...
হজমের শক্তি প্রদর্শন।


মহারাজা, তুমি ঘুমিয়েই থাকো!
সব থেমে যাক; তারপরই জেগে উঠো।
চাই বিষন্নতার চুকচুক, আর গালে অশ্রু;
কিন্তু দেখবে কে...?
কিন্তু বুঝবে কে...?
উফ! গেল-রে কোথায় সকলে?