সুখে আর কিই বা আছি
মরণের মুখে;
অন্যায় আতঙ্ক যখন খোলা ঘোরে
সহিংস বুকে।


লণ্ডভণ্ড তছনছ স্বপ্ন সুখের রাজ্যে
প্রতিনিয়ত চলে;
একলা নিরস্ত্ররা কাঁদে শান্তির বাক্যে-
মৃত অস্তাচলে।


ধীরেধীরে গ্রাস করে সাধের গৃহ
তোমার সবার;
তবু সুবিধাবাদী মিত্র জপে স্তুতি
ভণ্ড রাজার।