চারিদিকে আঁধার,
সূর্য অস্ত গেছে সেই কবে।
তারা পথ দেখায় রাস্তার,
পথ চলি নিরবে!


চেনা অলিগলি,
তবুও সাহস নেই এগোবার।
আপন পর সবাইকে ভুলি,
কানে নিই না চিৎকার!


পঞ্চইন্দ্রিয়ের অব্যবহার,
নিস্ক্রিয় আজ সব অনুভূতি।
জম্বি হয়েই প্রচেষ্টা বাঁচার,
এরপরে আর কিসের ক্ষতি!