নেই রাসায়নিক বিক্রিয়া করবার ক্ষমতা;
কারন অণুটি নিরপেক্ষ, নিষ্ক্রিয়, আধানশূন্য।
তাই বিবর্তনের তর্জনী ধরার দক্ষতা,
আপ্রাণ চেষ্টাতেও হচ্ছেনা আজ কখনো।


পৃথিবীর তপ্ত লঘু স্যুপের মাঝে,
অনবরত চিৎকার করে সমতা আনতে।
কিন্তু বিপরীত মেরুগুলি ব্যস্ত কাজে,
নতুন জীবন সৃষ্টির আনন্দ কান্নাতে।


অণুটির নিরপেক্ষতা নিষ্ক্রিয়তা আধানশূন্যতা,
বংশপরম্পরায় সব আদি পরিবেশেই রাখে।
প্রকরণহীন ক্লোন ভিড় এখন চায় মান্যতা,
তারাই নাকি সাজিয়েছে এই পৃথিবীটাকে!