(১)
রোগটা ঢুকেছে শরীরে অনেক আগেই।
সেটা জানি, কিন্তু মন মানে না কিছুতেই।
ঔষধ যে শক্ত অচেনা, সেটাও তো নয়!
শুধু একটু অপারেশন, ঐখানেই বড্ড ভয়।


(২)
ঘুণপোকাটা কটরকটর খায় বিশ্বাসের স্তম্ভ।
সেটা শুনি, ভাবলেশহীন এতটুকুও নই হতভম্ব।
এদিকে যুক্তিও হেরে যায়  ভক্তির পায়ে;
নির্বিকারচিত্তে ত্যাগের আত্মদম্ভে বলি হয়ে।


(৩)
অমর অতীত গরল জটিল মস্ত ঝামেলার;
ভিন্ন ভিন্ন লক্ষ্যে লেখা-মোছা চলে বারবার।
তখন নির্বুদ্ধিতা রূপকথা শোনায় স্বপাপের পক্ষে;
এই ভেবে- গুপ্ত কুকর্মগুলি প্রকাশ না পেলেই রক্ষে।


(৪)
রোগটা ঢুকেছিলো শরীরে বহু বহু আগেই।
সেটা জানতামও, কিন্তু মন বোঝেনি কিছুতেই।
অঙ্গটা কেটে বাদ দিলেও (হয়তো) শেষকালে বাঁচতাম;
কিন্তু মেটাস্টাসিস মরণ দিলেও ধীরেধীরে পচলাম।