মজ্জাহীন হাড়ে আজ নেই জোর;
তাইতো নাকে কান্না করি রোজ।
সব ঠিক আছে, আমি ভালো আছি;
যখন ঘরের সামনে শয়তান শিকড় গাঁথে
আস্তে আস্তে হাতড়ে চলে আমার সব।
ধন-সম্পদ আর মান, কেড়ে নেয়
সকলের খোলা দুই চোখের সামনেই!


আমি কিসের নেষায় ব্যথা চেপে যাই?
কেন নিশ্চুপ এত অত্যাচারের পথে?
এখন গলায় কেন স্বর নেই?
আর হঠাৎ কেন শেষ কলমের ঐ কালি?
আপন দরদীদের ভীড়ই বা কোথায়!
হায়! শুধু বাঁচার বাসনায় দিন কাটাই
লজ্জাহীন যুববৃদ্ধ, কিন্তু ত্যাগী হতে চাই!