প্রকাশ্যে হানা দেয় শত্রুর স্বপ্ন
বাস্তবের মাটিতে আমি চোখ বুঁজে ঘুমাই;
আঁতলামি ন্যাকামির নেশায় বুঁদ এখনো!


বিষাক্ত নখ-দাঁত হাঁচড়ে কামড়ায়
কুঁরেকুঁরে ক্ষত করে আমার এ শরীর;
হুঁষ নিয়েও সহ্য করি মরণের অপেক্ষায়!


মোক্ষ, মুক্তি আর ত্যাগের খামখেয়ালি
জতুগৃহ ঘিরে ধরে ছারপোকার বাহিনী;
সন্ধ্যাদীপ উল্টেই জ্বালায় সব চাটুক হেয়ালি!