অনেক সমস্যা।
বারবার সকলকে বোঝাই চিৎকার করে,
অনেকে শোনে, অনেকে শোনে না।
তবুও চুরি করা সম্পদ ঘরে লুকিয়ে,
দেখাই চোখে আঙ্গুল দিয়ে;
অনেক অনেক সমস্যা।


উঠতে বসতে খেতে ঘুমাতে,
অনেক সমস্যা।
ঘুরতে চলতে বলতে লিখতে,
অনেক সমস্যা সবাই জানে।
কিন্তু পরের মাথায় কাঁঠাল ভেঙ্গে,
আজন্মকাল ভালোবাসি রসিয়ে খেতে;
সেখানেও অনেক সমস্যা।


ঐ সমস্যা বীজ- থাকি পুঁতে দিতে,
এদিকে ওদিকে সবদিকে।
সে চারা বেচারা হয়ে বেড়ে উঠে,
সকলের স্নেহে, সকলের মাঝে।
তারপর, অনেকের অনেক সমস্যা!