পিতা: "শুনলাম তুমি নাকি হয়েছো ফার্স্ট?"
পুত্র: "হ্যাঁ!" (চটপটে আর ফিটফাট)
পিতা: "তা কেমন করে হলে?!
        পড়াশুনা তো করতে দেখিনি ছেলে!"
পুত্র: "অন্য উপায় আছে পাশে তাই।"
পিতা: "বুঝেছি, শেষে করলে ঐ নকলটাই!"
পুত্র: "না, ওটা নয়।" (দামি মোবাইল টিপছে)
পিতা: "তবে কি?" (আপাদমস্তক দেখছে...
কানে হিরের দুল, হাতে প্লাটিনাম বালা
সোজা রঙিন চুল, গলায় সোনার মালা।)
পুত্র: "পরীক্ষায় বসতেই দিইনি কাউকে!"
পিতা: "মানে?!?!" (ঈষৎ হতবাকে)
পুত্র: "তুমি চেয়েছিলে ফার্স্ট হওয়ায়।
       হয়েছি; শুধু আমিই বসেছি পরীক্ষায়।
       বাকিদের অনুরোধ করেছি না দিতে,,,"
পিতা: "কী!!! কেউই আসেনি তাতে???"
পুত্র: (হাত জোর করে বিনীত ভাবে)
      "তুমি চাইলে আগামী বছরও ফার্স্ট হবো এভাবে!"