ওয়াক থুঃ থুঃ,
(হাঁটলেই শুনতে পাই)


তবু চোখ টিপে অন্যায় গিলে খাই;
হজমও করি ঢেকুর!
বোবা-কালা-কানা তাই
অল্প স্বল্প ভুলেই যাই স্বাভাবিকতা।
চাটনি পা চেটে চেটে জ্বিহায় ছাতা,
মান-মন-মত ঘুরিয়েও এ অভাগা
কদর পায়না বুকের?


ওয়াক থুঃ, ওয়াক থুঃ...
(বসলেই বলতে থাকে)


তবুও বেহায়া,
বিশুদ্ধ ঘৃণা ঘি মেখে খাই পাতে।
রোজ সকালে গরম ডাল-ভাতে।
সবাই তাকিয়ে হাঁফিয়ে কান্না করে,
আমি কিন্তু চুষে মজা পাই,
চটচটে হাতের পাঁচ আঙ্গুল।


স্বাদ নিয়ে যায়,
নির্লিপ্ত লোলুপ লালা।
ফটকের বাইরে শত শত অসহায়,
পোড়া দুটো গোলা রুটির আশায়
জয়গান করে পিশাচের।


ওয়াক থুঃ ছিঃ ছিঃ!
(মরার পরেও শুনি)