কান্না আর আসেনা দু'চোখে,
(হয়তো) শুকিয়ে গিয়েছে সব।
ভণ্ডামির সর্বোৎকৃষ্ট আঁতেলও হাসে
লাথি-ঝাঁটা খাওয়াটাই আজ শখ।


আর বিশ্বাস করতে চাইনা ওদের,
(হয়তো) গলায় দু'পা দিয়েছে চেপে।
তবু লেজকাটা মহাবুদ্ধিমান বানরের,
এ জীবন কাটে দয়া ভীক্ষাতে।


ডাল ছেড়ে, গাছ পাল্টে, তবুও বনছাড়া,
(হয়তো) ভয়ের কোডন আজ চিরস্থায়ী।
আর্তনাদের আচার বানাতে দক্ষ যাঁরা,
ইচ্ছামত ব্যবহার করে রোজ ক্ষণস্থায়ী।


রূপকথার আর্দশস্বপ্ন নরম বিছানায়,
(হয়তো) অদম্য সাধ মহামানব হবার।
যখন একশোর এক লুটে নিয়ে যায়,
আতংক প্রাণে জীবন শুধুই শূন্যতার।