বাঁশি বেজে যায় অনবরত,
আমার কানের কাছে...
সেটা জেগে থাকার জন্য,
সেটা জেগে উঠবার জন্য।
কিন্তু আমি সব শুনি,
আলসে হাই তুলি,
নরম কোলবালিশ জড়িয়ে পাশ ফিরি!


অনেকক্ষণ আপনজন ডেকেই চলে।
ভাবে- এইতো জ্ঞানী উঠবে,
দাঁড়িয়ে না হোক বসে বসে,
লড়াই করবে তাঁদের পাশে।
কিন্তু আমি শব হয়ে,
মুচকি হেসে,
বেইমানির চাদরে মুখ ঢাকি আর...