চেনা শব্দগুলো যায় এখন উল্টে;
সুনিপুণ চালাকি বলে।
সবল মস্তিষ্করা নির্লিপ্ত পঙ্গু আবেগে,
গোঁঙায় বিছানার কোলে।


মন মানে না ব্যর্থতার সত্যতা;
অক্ষম পরিবর্তন আনতে।
বেছে নেয় কল্পনার ইতিহাস মিথ্যা,
পড়ে পিছন থেকে।


অর্থহীন জীবন মন্ত্র চিৎকার করে;
স্বহস্তে মান ভাসাই।
মৃত অতীতরা জেগে উঠে ধরে,
অবোধ তোমায়-আমায়।