ধুর-ধুর-ধুর,
জ্ঞানপাপীদের জাগাতে আর ভালো লাগেনা।
আঁতলামি তোতলামির ক্ষুর,
জিহ্বায় লেগেই আছে ওদের আজন্মা।
বেহায়া জিন ভীতুর
প্রকট হতেই চায়না- স্বার্থপর আনমনা!


চুক-চুক-চুক,
করে ঢেকে দেয় অন্যায় শত কোটি।
অন্ধ চাটুকারিতার সুখ,
আয়েশ করে চলে স্বজনের ক্ষতি।
রক্তভোজীদের অমানবিক মুখ,
পোষ মানায় ঐ নিরীহ সরল প্রগতি!