সেই রথের চাকা আজও আটকে আছে,
কুৎসিত পঙ্কিল গর্তে।
দয়াবান দানবীর তা তুলতে নেমেছে
কিন্তু পারছে না চাকা ওঠাতে!
সামনে কঠিন অজানা সমর,
কারা যেন হাসে উল্লাসে?
সাথে দিবানিশি হাঁকে ছল হুংকার
তবু মহাবীর লড়ে নীতি বিশ্বাসে!


মনে রেখো, এই আর কয়েকদিন,
তারপর আর লড়াকু কই?!
মৃত্যুর পর শব নিশ্বাসহীন;
সব প্রজা-রাজা তখন একই!