আমার আবেদন নিবেদনের নীতি,
তোমার দরবারে বৃথাই মাথা খুঁটেছে।
দিনের পর দিন করেছিলাম মিনতি,
অল্প একটু ন্যায় পাবার আশাতে।


নিজ কুকর্মের অনবরত সমুদ্র মন্থন,
গরল এনে চলেছে হাড়ি হাড়ি।
হাহাকার আর আর্তনাদের এ প্রতিক্ষণ,
হাঁচড়ে রোমন্থন করায় মূর্খতার সারি।


নমনীয়তার মোড়কে মহানতার দেশলাই,
আগুন জ্বালিয়ে ঘর পোড়াল আমার।
বাকরুদ্ধহীন নিশ্চলতা ভাঙ্গল সংগতির বাঁধটাই,
অনবরত ছোবলের কোটি বিষ কামড়।


ত্যাগ আর আত্মবলিদান কত শত শত,
মেজাজি মনগুলি সে লেখার সময় পায়নি।
৭২ বছরের বৃদ্ধ আমি আজ আশাহত,
কড় গুনে লাভ কষি যখন মৃত্যুকামী।