ভ্রষ্টাচারের শেষ সীমানায় দাঁড়িয়ে
আমি শঙ্কিত, হতবাক, ফ্যাকাসে!
আজ আঁধার ঘরে একলা বসে
ভাবছি কী শিখেছিলাম...
আর কীই বা শেখালাম...


দ্রুত দিন চলে গিয়েছে যৌবনের
এখন বৃদ্ধ ৭২ বছরের।
আর চিৎকার করার শক্তিও নেই
শুধু পেনশন পেতেই চলে লড়াই।
নীতি-দুর্নীতির চক্রব্যূহের মাঝখানে
বিভেদ লাইন আঁকাবার চক,
ভাঙ্গা মন মানসিকতার মতই
একদম শেষের দিকে...