সূর্যের লাল আভা
ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, যখন
ব্ল্যকহোলগুলির কালো প্রতিভা
লুটে গৌরব-অভিমান-প্রাণ, তখন
সব শান্ত শান্তি চারপাশে।


আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে ধরে
গিলতে থাকে মুক্তির আলো;
গরল নি:শ্বাস, বিষ দাঁতের কামড়ে
পাগল দরদী ভাবে ধ্বংস আজ ভালো।
চেঁচায়- "ঐ যে মুক্তি মৃত্যুর ওপাশে!"