কালো মেঘের বিকট গর্জন...
আমি ছাড়া কেন কেউ শুনতে পায়না!
নাকি, সেটা শুনেও শুনতে চায়না!


যাঁরা স্বার্থান্বেষী মেরুদণ্ডহীন,
কেন মুখ বুজে আজ অলীক কল্পনায়?
সুচতুর চাটুকার একদম পরাধীন
কুটিল লালসা প্রহরায়।
ছলে-বলে-কৌশলে যে কোন উপায়েই
বগলদাবা করে সুলভ নিরপেক্ষতা,
আসে ঝড়ের মাঠে নিরস্ত্র; প্রতিরোধহীন।
বসন্ত ঋতু ভেবে সহাস্যে অপেক্ষা...
বলছে-"স্বাগতম অগ্নিশিলাবৃষ্টি!"