(১)


কবিতা লেখার কিছুই তো পাইনা আর।
জীবনের সব সমস্যাগুলি বারবার
সহাস্যে কড়া নাড়ে আসে, পাশে বসে।
কিন্তু নাম নেয়না ফিরে যাওয়ার।


(২)


সিগারেটের ধোঁয়ায় জ্বালাই ফুসফুস অনবরত।
যতই ভাবি মলম; দেয় ক্যান্সার ক্ষত
বুঝে শুনেও সয়ে চলি, খুক-খুক কেশে।
বুকের ব্যথাটা রোজ মুখে আনে রক্ত।


(৩)


ধুঁকে ধুঁকে বাঁচি বেহায়া হয়ে, অন্যায় সয়ে।
সকল কিছু ত্যাগী ঐ কুলাঙ্গার পায়ে
চোখ বুঁজে এগোই চিরশান্তির সন্ধানে।
শৌর্য-বীর্য পুত্র-গৃহ, বিনা লড়াইয়ে।