আলাদা থাকতেই বেশ ভালোবাসি।
নিজের জগৎ নতুন করে গড়ি,
সেখানে হেয়-উপেক্ষার মূল্য বেশি।
তাই চটুলতা-চাটুকারিতার বড়ি,
খেয়ে ঘুম দিই নাকে তেল দিয়ে।
যাক না চুলোয় নিজের গর্বকথা,
কিসের চিন্তা! আমি বেশ নির্ভয়ে;
পোড়া গন্ধ শুঁকে ঝাঁকাই মাথা।


ঠোঁটের কোণে চোরা জয়ের হাসি-
দিন কাটে রাজ মুকুট চিন্তায়।
একদিন দেখি ওরা দানব সবই;
আপন কেউ নাই, আপন কেউ নাই!