বৃত্তের পরিধিগুলো ছোট হয়ে চলে,
ক্রমাগত দুঃশাসনের ক্রুর নিষ্পেষন বলে।
পূর্ব নির্ধারিত সীমানার ওপারেই বেনিয়ম,
অসহায়ত্বে গুমরে কাঁদে বিদগ্ধ মন।
আঁকার পেন্সিল ভাঙ্গে জিঘাংসা যত,
স্বকীয়তা বিলুপ্ত- জিরো ডাইমেনশন তত।
নিশ্চুপ বিজ্ঞতা পোষে আজন্ম বিকার,
বিমূর্ত জ্যামিতিক ছকে মৌখিক তিরস্কার।
কিংকর্তব্যবিমুঢ়তার পথে জীবন ব্যাসার্ধ,
আত্মকেন্দ্রিকতার শিকলে বন্দী স্বার্থান্ধ।
উপেক্ষিত প্রতিভার দাসত্ত্ব ঘৃনার পায়ে,
নতুন প্রচেষ্টা আঁকে না আদিম ভয়ে।