একা একা বসে থাকি শূন্য গৃহকোণে
যেন পৃথবী থেকে হারিয়ে গেছি আমি
কোথা কেহ নেই, আমি একা দিবাযামী
যেন মৃত আত্মা বেঁচে আছি স্বজ্ঞানে
একদিন এ গৃহ ছিল পূর্ণ কোলাহলে
নিক্কন শিঞ্জন আর শিশু কলরবে
বছর কেটে যেত কর্ম ও উৎসবে
সঙ্গিহীন নীরবে কাটে অবহেলে।।


একাকীত্ব বর্ত্তমান সভ্যতার ফল
অনু পরিবারের বর্জ্য বয়স্ক সকল
মুল স্রোত থেকে বিছিন্ন হয়ে একাকী
মানসিক যন্ত্রনায় জীবন নারকী
শ্রম দিল বছর বছর সমাজে লাগি
অভিজ্ঞতায় সমৃদ্ধ, আজ তাঁরা ত্যাগী ।।