দৃষ্টিহারা হলেই অন্ধ এমন কিন্তু নয় ৷
  অনেক রকম অন্ধ এ পৃথিবীতে রয় ৷৷
কেউ বা সন্তান স্নেহে, কেউ বা হন ধর্মান্ধ ৷
      নিজের দোষ কেউ দেখে না, হতে চায় না মন্দ ৷৷
     চলতে গিয়ে কেউ বা অন্ধ, যদিও থাকে আলো ৷
    ঈর্ষাকাতর দেখতে পায় না কারও কিছু ভালো ৷
সমাজ যদি অন্ধ হয়, কুসংস্কারে ভরে ৷
   জাতি অন্ধ হলে পরে লড়াই করে মরে ৷৷
ধর্মান্ধতা শয়তানের ভয়ঙ্কর অভিশাপ ৷
    ভায়ে ভায়ে মারে মরে, ছড়ায় হিংসাসাপ ৷৷
    জ্ঞানের আলো জ্বাললে অঙ্ককার হবে দুর ৷
         এই আলোতে দেখা যাবে কেহ নয় আপন পর ৷৷
               একেই পিতার সৃষ্টি সবাই, এক পদার্থে গড়া ৷
               একধরাতে থাকে সবাই যদিও বৈচিত্রে ভরা ৷৷
               ধর্ম দেয় উপদেশ, শিখায় ভালো মন্দ প্রভেদ ৷
ধর্মগুরুরা শিক্ষা দেন, মানুষে নাই ভেদাভেদ ৷৷
   ধর্মান্ধরা নিজের স্বার্থে উলটো অর্থ করে ৷
    তারাই সব জাতির মধ্যে হিংসাবিষ ভরে ৷৷
      দুদিন পরে কেউ রবে না সবাই যাবে চলে ৷
      অনিত্য এ খেলা ঘরে ক্ষনিকের জন্য খেলে৷৷