একবার মনে কর মৃত্যু সময়ের আকার
  রবেনা অহঙ্কার বল, দর্প, মনের বিকার ৷৷
অনিত্য এ জগতের কিছুই চিরস্থায়ী নয়
সকলই একদিন প্রকৃতিতেই হবে লয় ৷৷
                   নুতন নুতন ভাবে পুণঃ গড়বে প্রকৃতি
   চিরকাল বহমান এক অমোঘ এই নীতি ৷৷
পৃথিবীতে সকল পঞ্চভুত দ্বারা সৃষ্টি হয়
                   মৃত্যুর পর পুণঃ পঞ্চভুতেই মিশে যায় ৷৷
সকল পদার্থ ও জীব এক শক্তির প্রকাশ
  সর্বত্র একই শক্তি সর্বদা করছে বিরাজ ৷৷
একেই মাটিতে যেমন গড়ি বিভিন্ন পুতুল
    একেই পদার্থ ও শক্তিতে, ভিন্ন জীবকুল ৷৷
মৃত্যুতে শুধুমাত্র তার আকার যায় চলে
উপাদান ধ্বংস না হয় কোনোকালে ৷৷
                    সত্ত্ব, রজ, তমঃ আদি গুণের আড়ালে
চরিত্র প্রকাশ পায় জীবনের কালে ৷৷
এই উপলব্ধি হলে মুক্তি হবেই নিশ্চয়
   কাল শেষ হলে পরে সবই হবে ক্ষয় ৷৷
ভাঁঙা গড়া জগতের অনিবার্য নিয়ম
    জন্ম মৃত্যু জ্বরা জগতে চলে সর্বক্ষণ ৷৷