বৃষ্টি এল ঝুমঝুমিয়ে অনেক দিন পরে
দৃষ্টি সবার ধাঁধিয়ে দিয়ে অঝোর ঝর ঝরে
এতদিন তরুলতা ঝিমিয়ে ছিল প্রানহীন বুঝি
অমৃত রসে সিক্ত হয়ে উঠলো আজি জাগি
বারির পরশে উঠলো হরসে হলো প্রাণবন্ত
মায়াবি এ বরষা রূপে সকলেই আন্দোলিত
বাতাসে বাতাসে সোঁদা গন্ধ ভাসে
আকাশে আকাশে আতস বাজি ত্রাসে
ঝড়ের দমকায় প্রান সব চমকায়
কালো মেঘে ঢেকে গেছে চারপাশটায়
বিটপি লতা দোলায় মাথা নবআনন্দে
নেচে চলে বরষার জলছবি ছন্দে ছন্দে
“পিউ পিউ” ডেকে চাতক আনলো বৃষ্টি
হাঁ করে পান করে জল, বাঁচলো এই সৃষ্টি
ভেসে যায় মাঠ ঘাট পাগল হয়েছে দাদুরী
প্রকৃতির সতেজ রঙে রেঙেছে মনের মাধুরী