করি না আর ভয় ঝড়কে
যাই না আমি আর ভড়কে
কত ঝড় এলো
মাথা নিচু করতে পার হলো
নিয়ে যাওয়া কিছু না ছিল
কাঙালের না আছে বাটপাড়ের ভয়
ঝড়কে আমি করেছি জয়
মাভৈঃ মাভৈঃ মাভৈঃ


জীবন তো এক যুদ্ধক্ষেত্র
লড়তে হবে নিয়ে অভয় মন্ত্র
আসবে দুঃখ আসবে কষ্ট
ঝড়ের মাতনে হবে সব নষ্ট
পুনঃরায় নুতন গড়ে উঠবে
পুবদিকন্তে নবসুর্য হাসবে
হবে জয় মাভৈঃ মাভৈঃ


আবার আসছে ভয়ানক ঝড়
মাটি খুঁড়ে করেছি গর্ত ঘর
শীতঘুম দেব তুফান সময়
চুপ করে বসে কাটাবো ভয়
প্রতিকুলতা থেকে আসবে জয়
মাভৈঃ মাভৈঃ মাভৈঃ I