জীবন তো এক যাত্রা মাত্র, জন্ম হতে মরণ
চলতে হবে সারা সময়ই                       থেমে থাকার কোনো প্রশ্নই নেই
                দুঃখে যাও সুখে যাও, নিতে হবে মৃত্যুর শরণ
এ যাত্রায় যত সব গাড়ী আছে              একেই গতিতে সবাই গন্তব্যে ছুটছে
               কিছুতে থামে নাকো, সদা মনে রেখে আকাঙ্ক্ষা
ঝড় আসুক কিংবা তুফান ছুটুক             অথবা সুসময়ে নানা ফুল ফুটুক
              এক গতিতে চলে গাড়ী কারো তরে নাই প্রতীক্ষা
‘জন্ম’ স্টেশনে গাড়ী এলেই                    নিশ্চিত ‘মৃত্যু’ স্টেশনেই যাবেই
              পথ যদিও, চড়াই, উতরাই, গন্তব্য কিন্তু একেই
কার গাড়ী যাবে কোন পথ ধরে           ড্রাইভারের উপরে তাহা নির্ভর করে
              পথের দুঃখ সুখ তাকে সহ্য করতে হবেই
যদি কেউ আপ্রান চেষ্টা করে                 তার গাড়ী ভালো পথ ধরতে পারে
              পথের দুঃখ কষ্ট লাঘব হয়ে আসে সুদিন
এ পথ পরিবর্ত্তন বড়ই কঠিন                 অধ্যবসায়, একাগ্রতা লাগে দিনদিন
               বহু সাধনায়, কারোও হতে পারে অসাধ্যসাধন
প্রত্যেকের পথ কিন্তু এক নয়                যদিও একেই জায়গায় পৌঁচাতে হয়
                যে যার নির্দ্রিষ্ট পথে যেতেই হয় যাত্রা কালে
সৃষ্টিকর্তা রাস্তা নির্ধারিত করেন            যাওয়ার সময় প্রত্যেকে ঐ পথই ধরেন
                  পথ পরিবর্ত্তন হতে পারে সঠিক গুরু এলে
পথ কিভাবে নির্ধারিত হয়                      সকলের পথের দিশা অজানাই রয়
                 ভিন্ন লোক ভিন্ন ভিন্ন মত করেন পোষন
চালকের ইচ্ছামত পথ ঠিক হয়              প্রত্যেকের পথ কিন্তু এক রকম নয়
                  পথ অনুসারে পরিচালিত হয় যেযার জীবন
সকলের কিন্তু একমাত্র উদ্দেশ্য             আরামে গন্তব্য স্থানে পৌঁচানো অবশ্য  
                   দুঃখ হোক বা সুখ হোক, সহ্য করতেই হবে
যাত্রা নিদ্রির্ষ্ট দিনে শেষ হবেই                 শেষদিন পর্যন্ত সুখ দুঃখ ভোগ করবেই
                     শান্ত মনে, যাত্রা শেষের কথা ভাবতে হবে
জন্ম ষ্টেশনে কতনা গাড়ী আসে             মিলায় গাড়ীগুলো মৃত্যু ষ্টেশনে এসে
                       চিরদিন যুগে যুগে এই ধারা চলছে চলবে
যাত্রার সময় সুখ হবে না দুঃখ হবে        ঠিক করাই থাকে কিভাবে সময় কাটবে
                        এই সময়ের দুঃখ কষ্ট সহ্য করতেই হবে          
জন্ম যখন হয়েছে ভবে                           একদিন নিশ্চিত মৃত্যু হবে  
                               দুশ্চিন্তা করে আর কি হবে?
                                       যা হবার তাই হবে,  
                              সুখ দুঃখ তো জীবনে আসবে ।।