মিলে দুইজনে গিয়েছিলাম ফুলবনে
সেদিন ছিল মাঘী পূর্ণিমা
        ফুটেছিল হাসনুহানা বাগানে
মোরা দুজনে বসেছিলাম কুঞ্জবনে  
সে এক মধু লগনে
ভিজেছিনু মোরা চাঁদ জোৎস্নার বর্ষনে
ফুলের সুবাস ভরেছিল কাননের কোনে
আমরা দুজনে বসেছিলাম আনমনে
কত কথা বলার ছিল প্রানে
বলা তো হলো না তোমার কানে
মৃদু মৃদু শীতের বাতাস বহিছিল
তোমার পরশে দেহে শিহরণ ধরেছিল
কতক্ষন জগৎ ভুলে ছিলাম দুজনে
আলো আঁধারে খেলার মগ্নতা ছিল মনে
একাকী নির্জনে
ফুটেছিল হাসনুহানা বাগানে