তোমারই পথ চেয়ে রব সদাই
কত দিন রবে গো দুরে
তুমি আছ আমার এ হৃদয়েই
তবু দেখা দাও না মোরে
এত কাছে আছ তুমি রাতদিন
তোমারেই ডাকি বারে বারে
সাড়া কেন দাও না আমারে?
হৃদয়ে বাজে সদা তোমার বিন
ওগো অন্তর্যামী অন্তরে আছ তুমি
আমার মনের ইচ্ছা পূর্ণ কর স্বামী
তুমি ছাড়া আমার আর কেই নাই
তোমারই ভাবনায় সদাই যেন রই
প্রভূ হে, ভক্তি দাও হৃদয় মথিয়া
দুঃখ সহিবারে দাও মোরে শক্তি
সংসার পঙ্ক গায়েতে না মাখিয়া
পেতে পারি যেন ধরা থেকে মুক্তি