ঝড়ের মাতন ও প্রলয় নাচন
       শুরু হয়ে গেছে অনেক ক্ষন
ওড়ে যায় জোরে বন বন ঘোরে
       পাতা খড় কুটো ছুটে যায় দুরে          
চপলা চমকায় নিনাদছে বজ্র
      গগন নীরদে ঢাকা নাইকো রন্ধ্র
কোনো দিকে নেই রবির আলো
     চৌদিক ঘিরেছে আঁধারের কালো
মেঘ মন্দ্রে মল্লার শোনা যায়
            ভয়ে ভীত ভীরু বিহগ কুলায়
পাল ছিড়ে গেছে নৌকার হায়
         মাঝি দৃঢ় হাতে ধরে আছে হাল
প্রলয়ের কালে নাচে নটরাজ
          যুদ্ধে মেতেছে আজি দেবরাজ
ওঠে শঙ্খনাদ মুহুর্মুহু চারিপাশ
         ছিড়ছে ফুলদল ওড়ে বিটপীশাখ
পাগল পবন পাক কেটে ধায়
      করছে লন্ডভন্ড সব পন্ড হয়ে যায়
প্রলয়ে পরান পাথরের প্রায়
         শঙ্কিত মন শুধু ভয়ে আকুলায়
           সৃষ্টি বুঝি নাশ হবে আজ
         হে রুদ্র, থামাও তোমার নাচ।।